ইরানের ইলেকট্রনিক ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০১৯
চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (মার্চ থেকে সেপ্টেম্বর) ইরানের প্রধান ইলেকট্রনিক ব্যাংকিং প্লাটফর্মের লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইরানের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিত্র দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, উল্লিখিত ছয় মাসে ইরানের আন্তঃব্যাংক লেনদেন নেটওয়ার্ক ‘শেতাব’ সর্বমোট ১৭৭ বিলিয়ন ডলারের ২০ দশমিক ৪ বিলিয়ন লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। শেতাব নেটওয়ার্কে লেনদেনের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৫ শতাংশ। মূল্যের দিক দিয়ে এই পরিমাণ বেড়েছে ২৭ শতাংশ। সূত্র: ফিনানশিয়াল ট্রিবিউন।