ইরানি ভেন্টিলেটরের বিদেশি চাহিদা বাড়ছে
পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/04/3397878.jpg)
করোনাভাইরাস মোকাবেলায় ইরানের তৈরি ভেন্টিলেটর ক্রয়ে চাহিদা বাড়ছে বিশ্বের বেশ কিছু দেশ থেকে। রাশিয়া, ইতালি ও স্পেনসহ কয়েকটি দেশ ইতোমধ্যে বিক্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে ইরানকে। ইরানের একটি জ্ঞানভিত্তিক কোম্পানির সিইও আহমাদ বেহফার-মোকাদ্দাম ইরানি বার্তা সংস্থা মেহর নিউজকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তার কোম্পানি ইউরোপ থেকে প্রয়োজনীয় লাইসেন্স লাভ করেছে। মহামারির আগ থেকেই ইউরোপীয় ও অন্যান্য দেশে তাদের ভেন্টিলেটর রপ্তানি করা হয়।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারির আগে আমরা ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, বাকু, আজারবাইজান, জর্জিয়া, বেলজিয়াম ইত্যাদি দেশে ভেন্টিলেটর রপ্তানি করেছি। মহামারির কারণে দেশীয় চাহিদা পূরণ করা আমাদের প্রথম অগ্রাধিকারে রয়েছে। তবে রাশিয়া, ইতালি ও স্পেন থেকে বিক্রয়ের জন্য নতুন অনুরোধ জানানো হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।