শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি ভলিবলে কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকায় আকবারি ও আতায়েই

পোস্ট হয়েছে: জুন ৪, ২০২০ 

news-image

ইরান জাতীয় ভলিবল টিম পরিচালনার জন্য দেশীয় দুই কোচ পেইমান আকবারি ও বেহরুজ আতায়েইকে মনোনীত করা হয়েছে। এদের মধ্য থেকেই চূড়ান্তভাবে একজনের কাঁধে দায়িত্বভার তুলে দেয়া হবে ভলিবল দলের।

ইরান ভলিবল ফেডারেশন পরোক্ষভাবে স্বীকার করেছিল যে, তারা একজন বিদেশি কোচকে নিয়োগ দিতে যাচ্ছে। কিন্তু শেষমেষ সেই চিন্তার পরিবর্তন করেছে সংস্থাটি।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানি কোচকে সাহায্যের জন্য ফেডারেশন একজন বিদেশি পরামর্শক নিয়োগ দেবে।

ইরানের জাতীয় ভলিবল টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আইগোর কোলাকোভিচ। তার নেতৃত্বেই সম্প্রতি বাতিল হওয়া ২০২০ অলিম্পিক গেমসে অংশ নেওয়ার কথা ছিল ইরানের। কিন্তু করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এক বছর পেছানো হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ক্রীড়া ইভেন্টটি। ফলে কোলাকোভিচের সাথে চুক্তি শেষ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভলিবল ফেডারেশন আইআরআইভিএফ।

আকবারি সাম্প্রতিক বছরগুলোতে কোলাকোভিচের সহকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ইরানের শাহরদারি উরমিয়া ক্লাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, আতায়েই সম্প্রতি ইরানের হারাজ ক্লাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।

এর আগে মে মাসের শুরুতে তেহরান অলিম্পিক অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক সভায় দেশীয় কোচ নিয়োগের ব্যাপারে সর্বসম্মত হন দেশটির অধিকাংশ বিশেষজ্ঞরা। সূত্র: তেহরান টাইমস।