শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি তায়কোয়ান্দো দলের তুরস্ক ওপেনের শিরোপা জয়

পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২৩ 

news-image

ইরানি তায়কোয়ান্দো অনুশীলনকারীরা তুরস্ক ওপেন ২০২৩–জি২ এ সাতটি রঙিন পদক ছিনিয়ে নিয়ে প্রথম স্থান অধিকার করেছে। ইরানের পুরুষ জাতীয় দল ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জপদক জিতে ২০২৩–জি২ তুরস্ক ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ক্রীড়া ইভেন্টে মেহেদি হাজি মুসাই (ওজন -৫৪ কেজি), আবোলফজল জান্দি (-৫৮ কেজি), মতিন রেজাই (-৬৩ কেজি) এবং আরিয়ান সালিমি (-৮৭ কেজি)  স্বর্ণপদক জিতেছেন।

অন্যান্য ইরানি যোদ্ধার মধ্যে মেহরান বারখোরদারি (-৮০ কেজি) এবং আবোলফজল আব্বাসি (+ ৮৭ কেজি) রৌপ্যপদক জিতেছেন। আর এরফান বোজোরঘি (-৬৮ কেজি) টুর্নামেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন।

টুর্নামেন্টে পুরুষ দলের নেতৃত্ব দেন বিজান মোঘানলু। তুর্কি ওপেন তায়কোয়ান্দো টুর্নামেন্ট ৬ থেকে ৯ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।