রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি তাঁতিদের হাতে বোনা বিশ্বের বৃহত্তম গালিচা

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২২ 

news-image


বিশ্বের বৃহত্তম হাতে-বোনা কিলিম (গালিচা) বানালেন ইরানের কিরোকারজিন শহরের তাঁতিরা। গালিচাটির বয়ন প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করেছেন

কিরোকারজিনের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জাফর ইব্রাহিমি ঝিরি।

সাধারণ জনসংযোগ ও তথ্য অধিদপ্তর প্রতিবেদন তুলে ধরে তিনি বলেছেন, ‘৭ / ১৫ মিটার আয়তনের এই কিলিমটি ১০৫ বর্গমিটারের সমান। হর্জ গ্রামের সাতজন প্রধান তাঁতি এবং তিনজন সহকারী তাঁতির পরিশ্রমে এটি বোনা হয়েছে।

কিরোকারজিন কাউন্টির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প বিভাগের প্রধান আরও জানান, ‘কিলিমটি বানানো হয়েছে কাতারের আদেশে এবং এটি বোনার কাজ পরিচালনা করেছে গ্লিম এবং গাবেহ আরিয়াফার কো-অপারেটিভ কোম্পানি।
গালিচাটির গঠন ৬৬ হাজার ১০৫ মিটারের সমান। এতে ১ হাজার ৮৯০টি তাঁত ব্যবহার করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।