ইরানমিরর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
পোস্ট হয়েছে: মার্চ ২৬, ২০১৬

ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের ওয়েবসাইট www.iranmirrorbd.com উদ্বোধন্ করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার ২৫ মার্চ রাজধানীর বিএমএ মিলনায়তনে ইরানি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ওয়েব সাইটের উদ্বোধন করেন তিনি। ঢাকায় ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক সৈয়দ হাসান ইমাম, ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি, ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সৈয়দ মুসা হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস সবুর খান প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, প্রায় ৩ হাজার বছর আগের একটি ঐতিহ্য নওরোজকে ইরানিরা দেশীয় সংস্কৃতি হিসেবে পালন করে আসছে। বাংলা ভাষায় ৫ হাজার ফারসি শব্দের ব্যবহারই প্রমাণ করে যে পারস্যের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা কত গভীর।