ইরানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ
পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ইরানকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। মার্জিয়া, জাহান মৌসুমি ও তাহুরার গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে শুরু থেকে নিজেদের কাছে খেলার নিয়ন্ত্রণ রাখলেও গোল পেতে বেশ সময় নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম গোলটি আসে মার্জিয়ার কাছ থেকে। ম্যাচে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গোল করে বাংলাদেশের এই খেলোয়াড়। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে।