ইরানকে রেলখাতে বিনিয়োগে পাকিস্তানের আহবান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৬, ২০১৮

পাকিস্তান ইরানকে তার রেলখাতে বিনিয়োগের আহবান জানিয়েছে। পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এ আহবান জানান। তিনি বলেন, ইরানের সঙ্গে সবধরনের সহযোগিতার মধ্যে রেলখাত উন্নয়ন থাকবে শীর্ষে। পাকিস্তানের গোয়াদর ও ইরানের চবাহার বন্দরের মধ্যেও রেলযোগাযোগ নিয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে দুটি দেশ। এমনকি তুরস্কের সঙ্গে এ দুটি দেশের রেলপথ নির্মাণ করে মাল পরিবহনে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।
এছাড়া বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যে যাত্রী, পর্যটক ও বিশেষ ট্রেন সার্ভিস নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের কোয়েটায় রেল নির্মাণ প্রতিষ্ঠান উন্নয়নে ইরানকে বিনিয়োগের আহবান জানানো হয়। রেল যোগাযোগের মাধ্যমে পাকিস্তানের কোয়েটা থেকে ইরানের তাফতান পর্যন্ত যেতে বর্তমানে কুড়ি ঘন্টা সময় লাগলেও তা ৮ ঘন্টায় নামিয়ে আনার জন্যে প্রয়োজনীয় উন্নয়ন করবে দুটি দেশ। – ইরনা