শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরাকে ইরানের ৯৩ হাজার টন কৃষিপণ্য রপ্তানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরের শুরু থেকে প্রতিবেশী ইরাকে বিভিন্ন ধরনের ৯৩ হাজার টনের অধিক কৃষি পণ্য রপ্তানি করেছে ইরান। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার। মেহরান আন্তর্জাতিক সীমান্ত হয়ে এসব পণ্য রপ্তানি হয়েছে।

শনিবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ কে দেয়া সাক্ষাতকারে ইলাম শুল্ক কার্যালয়ের মহাপরিচালক রুহোল্লাহ গোলামি বলেন, করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর মেহরান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রম চালু হয়।

তিনি আরও জানান, চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে প্রতিবেশী দেশটিতে ইরানের মেহরান সীমান্ত দিয়ে ৩৪৪ মিলিয়ন ডলার তেল-বহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।