শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইমাম হোসেইন (আ.)’র মাজারে কোটি মানুষের সমাবেশ, শত্রুরা কাঁপছে: খতিব

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি বলেছেন, ইরাকের কারবালায় ইমাম হোসেইন (আ.)’র মাজারে কোটি কোটি শোকার্ত মানুষের সমাবেশ শত্রুদের দেহে কাঁপন সৃষ্টি করেছে, এই পরিস্থিতি শত্রুদের জন্য এখন এক দুঃস্বপ্ন।

তিনি  তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। এ সময় তিনি মহানবী হজরত মুহাম্মদ (স.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের চেহলাম বা আরবাঈনের অনুষ্ঠান সুচারুভাবে পালনে ইরাকের সরকার ও জনগণের প্রচেষ্টা ও সাফল্যের প্রশংসা করেন তিনি।

জুমার নামাজের খতিব আরও বলেন, ইমাম হোসেইন (আ.)’র চেহলামের অনুষ্ঠান সাম্রাজ্যবাদীদের পতনের গতিকে ত্বরান্বিত করছে। আজ হচ্ছে ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ উপলক্ষে গত কয়েক দিনে ইরাকের কারবালায় ইমামের মাজার জিয়ারত করেছেন কোটি কোটি মানুষ। ইরান, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও গেছেন লাখ লাখ মুসলমান। শুধু ইরান থেকে জিয়ারতে গেছেন ৩০ লাখ মুসলমান। পার্সটুডে।