বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম রেজা(আ.)’র পবিত্র জন্মবার্ষিকী পালিত হলো ইরানে

পোস্ট হয়েছে: জুন ২২, ২০২১ 

news-image

সমগ্র ইরান জুড়ে আজ ইমাম রেজা(আ.)’র পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৪৮ হিজরির ১১ ই জিলকাদ মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)’র ঘরে জন্ম নিয়েছিলেন মহানবীর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজা (আ)। তাঁর মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।

১৮৩ হিজরিতে আব্বাসীয় বাদশাহ হারুনের নির্দেশে তারই এক কারাগারে ইমাম কাজিম (আ.)’র শাহাদতের পর পঁয়ত্রিশ বছর বয়সে মুসলিম উম্মাহর ইমামতের দায়িত্ব গ্রহণ করেন ওই মহান ইমামের পুত্র ইমাম রেজা (আ.)। এই মহান ইমামের জন্মদিনে সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অশেষ দরুদ ও সালাম।

মহানবীর পবিত্র আহলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন খোদায়ী নানা গুণ ও সৌন্দর্যের প্রকাশ এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ।পার্সটুডে