বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইন্টারকন্টিনেন্টাল বিচ সকার কাপের চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০২২ 

news-image

ইরান রবিবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ২০২২ ইন্টারকন্টিনেন্টাল বিচ সকার কাপ জিতেছে।মোহাম্মদ আহমাদজাদেহ ও সাইদ পিরামুন ইরানের হয়ে গোল করেন এবং ব্রাজিলের হয়ে কাতারিনো একটি গোল করেন।এরআগে দল দুটি ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল। সেই কাপে ব্রাজিল শিরোপা জিতেছিল। উভয় দলের জন্য এটি ষষ্ঠ ফাইনাল খেলা।আগের দিন প্যারাগুয়ে আমেরিকাকে ৪-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় করে।রাশিয়া সবচেয়ে সফল দল, চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতেছে।এবার নিয়ে চারবার শিরোপা জিতেছে ইরান। টিম মেল্লি দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদকও ঘরে তুলেছে।

সূত্র: তেহরান টাইমস।