শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালির স্বল্পদৈর্ঘ্য উৎসবে দেখানো হবে ইরানের ‘মোস্তাফা’

পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২১ 

news-image

ইরানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোস্তাফা’ ১৮তম অ্যাকর্ডি  ও ডিসঅ্যাকোর্ডি – আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আলিরেজা তেইমুরি ও প্রযোজনা  করেছেন পেইমান শাহমোহাম্মাদি।‘মোস্তাফা’ সিনেমায়  ইরানে সপরিবারে বসবাসরত একজন আফগান পুরুষ নাগরিকের গল্প তুলে ধরা হয়েছে। পরিবারটির কোনো পরিচিতি পত্র নেই এবং এজন্য তাদের সমস্যায় পড়তে হয়।এর আগে ভারতের আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে ‘মোস্তাফা’।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।