বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইজমির উৎসবে পুরস্কার জিতেছে ইরানের ‘মেলোডি’

পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০২৪ 

news-image

ইরানি পরিচালক বেহরুজ সেবত রাসুলের চলচ্চিত্র ‘মেলোডি’ ইজমির আন্তর্জাতিক চলচ্চিত্র ও সংগীত উৎসবের ৪র্থ আসরে একটি শীর্ষ পুরস্কার জিতেছে। রোববার অনুষ্ঠিত ইভেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলচ্চিত্রটির জন্য সংগীতশিল্পী ফোদ সামিয়েই সেরা অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড জিতেছেন।

চলচ্চিত্রটিতে ‘মেলোডি’ নামে একজন তরুণী সংগীতশিল্পীর গল্প তুলে ধরা হয়েছে। সে বিভিন্ন প্রজাতির ত্রিশটি পাখির রেকর্ড করা শব্দ ব্যবহার করে ক্যান্সারের সাথে লড়াই করা শিশুদের জন্য একটি হৃদয়গ্রাহী মিউজিক রচনা করতে বদ্ধপরিকর। এজন্য এলাকার শিকারিদের উপেক্ষা করে কাজ করতে হয় তাকে।

পাখিদের সুন্দর শব্দ ধারণ করার জন্য সে তার গ্রামের বাড়িতে আসে এবং তার পরিবারের বাড়ির বাকহীন তত্ত্বাবধায়ক ম্যাঙ্গোর কাছ থেকে সে সহায়তা পায়।

অত্যাশ্চর্য একটি প্রাকৃতিক পটভূমিতে ছবিটি নির্মাণ করা হয়েছে। চারপাশের মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে ছবির দৃশ্য ধারণ করা হয়। সূত্র: তেহরান টাইমস