ইউরোপের জন্য সময় নষ্ট করবেন না: ইরান সরকারকে সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/03/4bsfce914f96c51dk3b_800C450.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের সরকারকে ইউরোপের জন্য সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে কখনো ইউরোপকে বিশ্বাস করা যায় না। সোমবার প্রকাশিত এক ভিডিও ক্লিপে সর্বোচ্চ নেতার এ পরামর্শের কথা প্রকাশ হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সঙ্গে একান্ত বৈঠকে সর্বোচ্চ নেতা ইউরোপের সঙ্গে বিশেষ অর্থনৈতিক চ্যানেল প্রতিষ্ঠা না করার পরামর্শ দিচ্ছেন। সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইট আজ প্রথম এ ভিডিও ক্লিপ প্রকাশ করল। ভিডিও থেকে এও পরিষ্কার হয়েছে যে, সর্বোচ্চ নেতা বিশ্বাস করেন- মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে ইউরোপ বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করবে না।
তিনি আরো বলেছেন, “একদিন আমরা দেশের সমস্ত বাণিজ্যক সম্পর্ক পরমাণু সমঝোতা ইস্যুর সঙ্গে যুক্ত করেছিলাম কিন্তু পরমাণু সমঝোতা আমাদের দেশের অর্থনেতিক ইস্যুগুলোর সমাধান করতে পারে নি কিংবা কোনো গুরুত্বপূর্ণ সাহায্যও করে নি।”
এর পাশাপাশি তিনি ইউরোপের প্যাকেজের ওপর ইরানের জনজীবনকে নির্ভরশীল না করতেও সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের দেশের ভেতরে সম্পদ রয়েছে, আমাদের সম্ভাবনা রয়েছে এবং এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার প্রয়োজন রয়েছে। এসব সম্ভাবনা এগিয়ে নিতে হবে কিন্তু এমন কিছুর সঙ্গে ইরানের অর্থনীতিকে যুক্ত করা ঠিক হবে না যা আমাদের নিয়ন্ত্রণে নেই।” পার্সটুডে।