শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আল্লাহই শহীদ হোজাজিকে সবার কাছে প্রিয় করে তুলেছেন: সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, আন্তরিকতা, সদিচ্ছা, সময়পোযোগী পদক্ষেপ এবং সমাজের প্রয়োজনীয়তার কারণে আল্লাহতায়ালা শহীদ হোজাজিকে সবার কাছে প্রিয় করে তুলেছেন।

তিনি বুধবার রাজধানী তেহরানে ইমাম হোসেন (আ.) মসজিদে শহীদ মোহসেন হোজাজির কফিনের পাশে অবস্থান নিয়ে বলেন, আল্লাহর কাছে সব শহীদই প্রিয়। কিন্তু মোহসেন হোজাজি তার বিশেষ গুণের কারণে মানুষের মনে স্থান করে নিয়েছেন। দেখুন না, ইরানে হোজাজির বিষয়ে  কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শহীদ হোজাজির পরিবারের সদস্যরা যাতে ধৈর্য ধরতে পারেন, সে তওফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন সর্বোচ্চ নেতা।

গত ৯ আগস্ট সিরিয়া-ইরাক সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের কাছে বন্দি হন ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন হোজাজি। পরে তাঁকে শহীদ করা হয়। ব্যাপক চেষ্টার পর শহীদের দেহ দেশে আনতে সক্ষম হয়েছে ইরান সরকার। – পার্সটুডে।