আরাস মুক্ত-বাণিজ্য অঞ্চলে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৭৮ শতাংশ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3616912.jpg)
ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের আরাস মুক্ত বাণিজ্য-শিল্প অঞ্চলে (এএফজেড) বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৭৮ শতাংশ। চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২০ মার্চ থেকে ২১ অক্টোবর) আগের বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টে এই প্রবৃদ্ধি হয়েছে।
আরাস ফ্রি জোন অরগানাইজেশনের বিনিয়োগ ও অর্থনীতি বিষয়ক উপপ্রধান সফর শাসফান্দ জানান, এবছরের প্রথম ছয় মাসে ওই মুক্ত বাণিজ্য অঞ্চলে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে। আগের বছরের একই সময়ে যেখানে ১৪ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়েছিল।
আরাস মুক্ত বাণিজ্য অঞ্চলে অভ্যন্তরীণ বিনিয়োগও ৮১ শতাংশ বেড়েছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস।