শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আমেরিকায় দুই ইরানি প্রামাণ্যচিত্রের অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: জুন ২, ২০২০ 

news-image
আমেরিকায় অনুষ্ঠিত ১৭তম আর্কিওলজি চ্যানেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (টিএসি) পুরস্কার জিতেছে ইরানের দুই প্রামাণ্যচিত্র ‘হাফেজ ও গোথে’ এবং ‘ভারস’।
চলচ্চিত্রকার ফারশাদ ফেরেশতেহ-হেকমত পরিচালিত ‘হাফেজ ও গোথে’ আমেরিকার এই প্রত্নতাত্ত্বিক চলচ্চিত্র উৎসবের অ্যানিমেশন এবং স্পেশাল ইফেক্ট অ্যান্ড সিনেমাটোগ্রাফি বিভাগে দুটি অনারেবল মেনশন লাভ করে। সেই সাথে সেরা মিউজিক অ্যাওয়ার্ডও জয় করে ছবিটি।
 
সর্বকালের সর্বাপেক্ষা প্রসিদ্ধ দুই কবি হাফেজ ও গোথেকে নিয়ে প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে।
 
অন্যদিকে নির্মাতা জাভাদ ভাতানির ‘ভারস’ প্রামাণ্যচিত্রটিও মার্কিন উৎসবে অনারেবল মেনশন লাভ করে। ক্রিসটোফে রেজায়ির সংগীত রচনার জন্য এই পুরস্কার লাভ করে চলচ্চিত্রটি।
 
টিএসি উৎসবের এবারের ১৭তম বার্ষিক আসর ১৩ থেকে ১৭ মে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।