আমেরিকায় ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘নাজি’র তিন পুরস্কার জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/12/4002899.jpg)
হোসেইন তোরকজুশ পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাজি’ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জেজিয়ান চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার জিতেছে।
জর্জেজিয়ান চলচ্চিত্র উৎসবে ‘নাজি’ সেরা পরিচালক (হোসেন তোরকজুশ), সেরা অভিনেতা (মাহসা ঘোরেশি), এবং সেরা সহ-অভিনেতার (বিটা আলমি) পুরস্কার জয় করে। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ব্রাসেলস ক্যাপিটাল ফিল্ম ফেস্টিভালে সেরা নারী অভিনেত্রীর পুরস্কার লাভ করে। জর্জেজিয়ান চলচ্চিত্র উৎসব হলো হলিউড ড্রাইভ ইন ফিল্ম ফেস্টিভাল এলএলসি পরিচালিত একটি ত্রৈমাসিক চলচ্চিত্র প্রতিযোগিতা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।