আফগান শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়াচ্ছে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/08/3871380.jpg)
তেহরানের আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয় এবছর আফগানিস্তানের ৩৫জন অনুষদ সদস্য ও মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিবে। আগের বছরগুলোতে এই স্কলারশিপ দেওয়া হতো ২০জনকে। সোমবার আইএসএনএ এই খবর দিয়েছে।
আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সপ্তম বৈঠকে বাৎসরিক ভাবে আফগানিস্তানের ৩৫জন অনুষদ সদস্য ও মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের বিষয়টি অনুমোদন পেয়েছে। দুদেশের অ্যাকাডেমিক কমিউনিটি এবং মিডিয়ার মধ্যে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক বন্ধন সম্প্রসারণ করার লক্ষে এই স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত হয়।
জানা যায়, আল্লামা হচ্ছে প্রথম ইরানি বিশ্ববিদ্যালয় যেটি ২০১৬ সাল থেকে অনুষদ সদস্য, মেধাবী শিক্ষার্থী ও আফগান সাংবাদিকদের স্কলারশিপ দিয়ে আসছে। আগের বছরগুলোতে স্কলারশিপের সংখ্যা ছিল ২০টি। এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ। সূত্র: তেহরান টাইমস।