রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের সেরা ডকুমেন্টারি ‘ঔসিয়া’

পোস্ট হয়েছে: মে ২৫, ২০১৭ 

news-image

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ১৪ তম আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসবে (সিনেমা) সেরা ছবির পুরস্কার পেয়েছে ইরানি ডকুমেন্টারি ডার্কেন্ড ওয়াটার’ (ঔসিয়া)। ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আলিরেজা দেহঘান।

ঔসিয়াপ্রামাণ্যচিত্রটি মধ্য ইরানি শহর ইয়াজদের প্রাচীন জলপ্রণালী নিয়ে নির্মিত। পরিচালক ছবিটিতে দেখিয়েছেন যে, একটি জলপ্রণালী শহরটিতে আড়াই হাজার বছর ধরে পানি সরবরাহ করছে। কিন্তু আমলাতান্ত্রিক বাধা ও দুর্নীতির কারণে বর্তমানে সেটি পচা নর্দমায় পরিণত হচ্ছে।

ডকুমেন্টারি সম্পর্কে জুরি বোর্ড জানায়, ইউনেস্কোর এই ঐতিহ্যবাহী স্থান, আর্থ-রাজনীতি ও পানি অধিকারের জটিল ইস্যু নিয়ে ছবিটি আকর্ষণীয় ও উত্তমভাবে তৈরি করা হয়েছে।

গত বছরে দেহঘানের এই চলচ্চিত্রটি ১২টি আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছে। সম্প্রতি এটি যুক্তরাষ্ট্রের ট্রেন্টন চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে।

সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।