শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ইরানে গেলেন-অন্ধ হাফেজ আব্দুল করিম

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০১৭ 

news-image

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে পৌছেছেন বাংলাদেশি অন্ধ হাফেজ আব্দুল করিম। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সম্প্রতি অনুষ্ঠিত ইরান আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাংলাদেশ প্রতিনিধি বাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল হাফেজদের পরাজিত করে ১ম স্থান অর্জন করে আব্দুল করিম। সে যাত্রাবাড়ীস্থ বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র।এ নিয়ে চতুর্থবারের মতো তিনি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আব্দুল করিম ছাড়াও চলতি বছরে অত্র মাদরাসা থেকে রমজানে দুবাই ও জর্ডানে যাচ্ছেন যথাক্রমে হাফেজ ত্বরিকুল ইসলাম ও ফারহান হাবিব আওলাদ। ইতোপূর্বে অত্র মাদরাসার ছাত্ররা সউদী আরবে ৭ বার, মিশরে ৩ বার, আলজেরিয়ায় ২ বার, লিবিয়ায় ১ বার, ইরানে ৫ বার, কুয়েতে ১ বার, কাতারে ১ বার, গাম্বিয়ায় ১ বার, বাহরাইনে ১ বার, দুবাইয়ে ২ বার ও জর্ডানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরো উচ্চতায় নিয়ে গেছে ।