বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানি ছাত্রদের ২৭টি পদক অর্জন  

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২১ 

news-image

গত ফারসি বছর (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানের মোট ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এসব অলিম্পিয়াড থেকে ইরানি শিক্ষার্থীরা মোট ২৭টি মেডেল ও একটি সম্মানজনক ডিপ্লোমা লাভ করে।

সোমবার ইরানের ব্যতিক্রমী প্রতিভা বিকাশ বিষয়ক জাতীয় সংস্থার প্রধান ইলহাম ইয়াভারি জানান, গত বছর করোনাভাইরাস মহামারির কারণে পদার্থবিজ্ঞান এবং ভূগোলের ওপর দুই আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় নি। তবে গণিত, জীববিজ্ঞান, কম্পিউটার ও রসায়ন এবং জ্যোতির্বিদ্যার ওপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

গতবছর বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয়া ইরানের মোট ২৮ জন শিক্ষার্থীর মধ্যে  সাত জন স্বর্ণপদক১১ জন রৌপ্য৯ জন তাম্রপদক ও একজন ছাত্র সম্মানসূচক ডিপ্লোমা অর্জন করে। ইরানের ন্যাশনাল সামার প্রতিযোগিতায় ৫৪১ জন অংশগ্রহণ করে গত বছর। যাদের মধ্যে ৫০৭ জন জাতীয় পদক পায়। সম্প্রতি ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল অ্যাপ্লাইড সাইন্স অলিম্পিয়াড ও গত বছর ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া বিজ্ঞান ও প্রকৌশল প্রতিযোগিতায় ইরানের ছাত্ররা ৪৪টি পদক অর্জন করে। এছাড়া ইরানের ছাত্ররা গত বছর দক্ষিণ আফ্রিকা বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবে ভার্চুয়ালি অংশ নেয় এবং বিভিন্ন ধরনের পদক অর্জন করে। তেহরান টাইমস