আধুনিক নির্ভুল স্ট্রাইক ড্রোন উন্মোচন ইরানের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২
সশস্ত্র বাহিনী নির্মিত আধুনিক নির্ভুল স্ট্রাইক চালকবিহীন আকাশযান উন্মোচন করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন ড্রোনটির নামকরণ করা হয়েছে আবাবিল (পাখির ঝাঁক)। শনিবার সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মন্ত্রণালয়ের একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এটি উন্মোচন করেন।
মনুষ্যবিহীন বিমানের ক্ষেত্রে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বশেষ কৃতিত্ব হল একটি ক্রুজ মিসাইল তৈরি করা। মিসাইলটি উচ্চ ধ্বংসাত্মক শক্তির সাথে একটি ড্রোন বহন করতে পারে। সূত্র: মেহর নিউজ।