আঞ্চলিক উন্নয়নে সোলায়মানির ভূমিকা নিয়ে বই প্রকাশিত
পোস্ট হয়েছে: মে ১২, ২০২১
পশ্চিম এশিয়ায় গত ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আঞ্চলিক উন্নয়নে ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানির ভূমিকা নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস বইটি প্রকাশ করেছে।
বইটির নামকরণ করা হয়েছে ‘ইন লাইন উইথ কাসিম’। প্রকাশক হচ্ছেন আন্দিশেহ সাজানে নূর। গত রোববার তেহরানে এই বই প্রকাশনা উৎসবে বইটির লেখক সাদোল্লা জারেয়ি বলেন জেনারেল সোলায়মানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্রদেশগুলো মনে করেছিল প্রতিরোধ যুদ্ধ চিরতরে হারিয়ে যাবে। কিন্তু এ হত্যার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। হিজবুল্লাহ লেবাননে যথারীতি শক্তিশালী অবস্থানেই রয়েছে। সিরিয়া অর্থনৈতিক সংকট দূর করতে সমর্থ হচ্ছে। ইরাকে সমস্যা কেটে যাচ্ছে। তারমানে কাসেম সোলায়মানি এখনো জীবিত রয়েছেন বা তিনি তার প্রভাব অব্যাহত রাখতে পেরেছেন। তেহরান টাইমস