শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আজিয়াল চলচ্চিত্র উৎসবে ইরানি ছবি ‘দ্যা সান’

পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২০ 

news-image

বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্রকার মজিদ মাজিদি পরিচালিত ইরানি ছবি ‘দ্যা সান’ কাতারের অষ্টম আজিয়াল চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

মজিদ মাজিদির পরিচালনায় ‘দ্যা সান’ নির্মিত হয় ২০২০ সালে। দোহার আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটি দেখানো হবে।

‘দ্যা সান’ ছবিটিতে ১২ বছর বয়সী বারক আলি ও তার তিন বন্ধুর গল্প তুলে ধরা হয়েছে। বেঁচে থাকার লড়াইয়ে ও পরিবারের সহায়তায় তারা একত্রে কঠোর পরিশ্রম করে। তারা একটি গ্যারেজে ছোটখাটো একটা কাজ নেয়। দ্রুত টাকা আয় করতে গিয়ে ছোট অপারাধে জড়িয়ে পড়ে।

এরআগে ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রখ্যাত চলচ্চিত্রকার মজিদ মাজিদির ছবিটি অ্যাওয়ার্ড জিতেছে।

কাতারের দোহায় আগামী ১৮ থেকে ২৩ নভেম্বর অষ্টম আজিয়াল চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।