আজারবাইজানে প্রযুক্তি মেলায় ১৪ ইরানি কোম্পানি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০১৯
আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান আন্তর্জাতিক টেলিযোগাযোগ, উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তি মেলায় (বাকুটেল) অংশ নিয়েছে ১৪ ইরানি কোম্পানি। মেলার এবারের ২৫তম পর্বে সর্বশেষ অর্জনাবলি নিয়ে এসব কোম্পানি হাজির হয়েছে। দর্শনার্থীদের কাছে তুলে ধরছে নিজ নিজ পণ্য ও সেবাসমূহ।
বুধবার আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারিকে নিয়ে বাকুটেলের ইরানি প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
মেলা উদ্বোধন করা হয় মঙ্গলবার। আর প্রেসিডেন্ট আলিয়েভ ও তার স্ত্রী মেহরিবান আলিয়েভ বাকুটেল পরিদর্শন করেছেন বুধবার। এবারের ইভেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র।
ইরানি প্যাভিলিয়ন পরিদর্শনকালে আলিয়েভকে ইরানি স্যাটেলাইটের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২০মার্চ ২০২০) স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানোর কথা রয়েছে। সূত্র: ফারস নিউজ এজেন্সি।