শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আগাখান পুরস্কার পেলেন দুই ইরানি স্থপতি

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০১৬ 

news-image

তাবিয়াত সেতু নির্মাতা ও স্থপতি লেইলা আরাঘিনা ও আলিরেজা বেহজাদি সংযুক্ত আরব আমিরাতে আগা খানএ্যাওয়ার্ড জিতেছেন। তাবিয়াত সেতুটি ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে দুটি পার্ককে সংযুক্ত করেছে। ১৯৭৭ সাল থেকে আগা খান পুরস্কার দেয়া হচ্ছে। প্রতি তিন বছর পর পর অসাধারণ নির্মাণ কাজ, ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ, পরিকল্পনার জন্যে এ পুরস্কার দেয়া হয়। এসব নির্মাণ কাজে মুসলমানদের কর্মতৎপরতাকে প্রাধান্য দেয়া হয়।

সূত্র: মেহের নিউজ