বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইএফসিপিএফ পুরুষ বিশ্বকাপের সেমিফাইনালে ইরান

পোস্ট হয়েছে: মে ১০, ২০২২ 

news-image

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সেরিব্রাল পালসি ফুটবল (আইএফসিপিএফ) পুরুষ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইরান। সোমবার ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দেশটি সেমিফাইনাল নিশ্চিত করে।ম্যাচে ইরানের হয়ে মেহেদি বখশি ও এহসান মাসুমজাদেহ দুই গোল করেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন স্যাম ডিওয়াইর্স্ট। ইরান যুক্তরাষ্ট্রের সাথে ২-২ গোলে ড্র করে আইএফসিপিএফ পুরুষ বিশ্বকাপ শুরু করে এবং গ্রুপ সি-তে ২-০ গোলে পরাজিত হয়।ইরানি দল বৃহস্পতিবার শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে। টুর্নামেন্টটি ১৬ মে পর্যন্ত চলবে। ম্যাচগুলি বার্সেলোনার বাইরে অবস্থিত সালোতে ফুটবল সালো স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।