আইএফসিপিএফ পুরুষ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাল ইরান
পোস্ট হয়েছে: মে ৮, ২০২২
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সেরিব্রাল পালসি ফুটবল (আইএফসিপিএফ) পুরুষ বিশ্বকাপের গ্রুপ সি’র ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইরান। স্পেনের সালোতে ইরান দলের হয়ে গোল করেন ইয়াসের রোস্তামি ও হোসেইন টিজবর।
এরআগে ইরান উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২-২ ব্যবধানে ড্র করে। টুর্নামেন্টটি ১৬ মে পর্যন্ত চলবে। ম্যাচগুলি বার্সেলোনার বাইরে অবস্থিত সালোতে ফুটবল সালো স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। গত ৭ মে শুরু হয় আইএফসিপিএফ নারী বিশ্বকাপ। সূত্র: তেহরান টাইমস।