অস্ট্রিয়ার ফেস্টিভাল অব ন্যাশন্স’এ গেল ইরানের চলচ্চিত্র ‘বার্নড’
পোস্ট হয়েছে: মে ৫, ২০২১
ইরানি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘বার্নড’ পরিচালনা করেছেন ফাতেমেহ মোহাম্মাদি। ফেস্টিভাল অব ন্যাশন্স’ হচ্ছে অস্ট্রিয়ার সুপরিচিত চলচ্চিত্র উৎসব। ৪৯তম এ উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর। অস্ট্রিয়ার লেনসিংএ এ চলচ্চিত্র উৎসব হবে। হাফিজ আফগানিস্তান সীমান্ত পাড়ি দিয়ে তার স্ত্রী ও তরুণী কন্যাকে বাঁচাতে যায় আর এ কাহিনী নিয়েই তৈরি হয়েছে ‘বার্নড’ চলচ্চিত্রটি। মেহর