রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিকে ইরানের প্যারালিম্পিক দলের পতাকাবাহী নেমাতি-আরেখি

পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২১ 

news-image

টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ইরান প্রতিনিধি দলের জন্য পাতাকাবাহী হিসেবে থাকবেন তীরন্দাজ জাহরা নেমাতি ও চাকতি নিক্ষেপকারী নুরমোহাম্মাদ আরেখি। সোমবার ইরানি প্যারালিম্পিক কমিটি এই ঘোষণা দিয়েছে।

আসন্ন টোকিও প্যারালিম্পিকে ইরান এপর্যন্ত ৬২টি কোটা জিতেছে। প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী নেমাতি ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিক গেমসে ইরানের পতাকাবাহী ছিলেন। তিনি লন্ডন ২০১২ অলিম্পিকে একটি স্বর্ণপদক জিতেন এবং অলিম্পিক ও প্যারালিম্পিকে ইরানের প্রথম নারী হিসেবে কোনো স্বর্ণপদক জয় করেন এই নারী।

অলিম্পিক আয়োজকরা অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে একজন পুরুষ ও একজন নারীকে পতাকা বহন করার অনুরোধ জানিয়েছে। সূত্র: তেহরান টাইমস।