অনলাইনে ইরানের আন্তর্জাতিক উপজাতি সংস্কৃতি উৎসব শুরু
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১
করোনা ভাইরাস মহামারির কারণে ইরানের আন্তর্জাতিক উপজাতি সংস্কৃতি উৎসবের এবারের পর্ব অনলাইনে শুরু হয়েছে। গোলেস্তান প্রদেশের উত্তরাঞ্চলীয় গোরগান শহরে এই উৎসব চলছে।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে গোলেস্তানের গভর্নর-জেনারেল হাদি হাকশেনাস বলেন, উপজাতি সংস্কৃতি উৎসবের উদ্দেশ্য দেশের প্রাণবন্ত যাযাবর সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দেয়া। এই উৎসব উপজাতিদের রীতিনীতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসারের মাধ্যমে সাংস্কৃতিক পরিচিতি জোরদারে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
উৎসবে ২৩টি মিউজিক এনসেম্বলস সরাসরি উপস্থাপন করার কথা রয়েছে। এতে আঞ্চলিক শিল্প, হ্যান্ডিক্র্যাফ্ট, সুভেনিরস ও রন্ধন ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে। উৎসবের পর্দা নামবে রোববার। সূত্র: তেহরান টাইমস।