শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অগ্নি নির্বাপনে ড্রোন তৈরি করেছে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০১৬ 

news-image

ইরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কোম্পানি অগ্নিনির্বাপনে ড্রোন তৈরি করেছে। কোনো রকম বিদেশি প্রযুক্তি ছাড়াই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে কোম্পানিটি এধরনের ড্রোন তৈরি করে। ড্রোনটির নাম দেওয়া হয়েছে হুদহুদ থ্রি। একাধিক বা মাল্টিরোটর সংযুক্ত এ ড্রোনটি উল্লম্বভাবে চলতে পারে। একটি সহজ যন্ত্রের সাহায্যে ড্রোনটিকে নিয়ন্ত্রণ করা যায়।

কোম্পানির এক কর্মকর্তা মোস্তফা হাসানপানাহ বলেছেন, বনে আগুন লাগলে তা নেভাতে এধরনের ড্রোন বিশেষ কাজে লাগবে। দমকল বাহিনীর কর্মীদের উদ্ধার কাজ বা আগুন নেভানোর কাজ তদারকি ও নির্দেশ দেওয়া যাবে এ ড্রোনের সহায়তায়। ড্রোনটির দামও থাকবে নাগালের মধ্যে। এ ড্রোনের সাহায্যে ডাটা ট্রান্সমিশন, পুরোপুরি স্বয়ংক্রিয় উড্ডয়ন ও জরুরি কাজে ব্যবহার ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে এটি অবতরণে সক্ষম। ড্রোনটি ওজন হচ্ছে প্রায় সাড়ে ৫ কেজি। হালকা ওজন হওয়ায় তা সহজেই বহনযোগ্য।

ড্রোনটির পাখা কখনো অচল হয়ে গেলেও বিকল্প যন্ত্রের সাহায্যে এটি উড্ডয়ন করতে পারবে। এটির সঙ্গে নাইট ভিশন ক্যামেরাও সংযুক্ত রয়েছে। ফলে রাতের অন্ধকারেও এটিকে কাজে লাগানো যাবে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন